চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে জার্মানীতে যেতে পারবেনা লিভারপুল |Liverpool won't be able to go to Germany to play Champions League matches

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে লিপজিগের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে লিভারপুল। আগামী ১৬ তারিখ রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কিন্তু ম্যাচ শুরুর প্রায় দুই সপ্তাহ আগেই ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে জার্মানী যে নতুন নিয়ম করেছে সেই কারণেই এখন শঙ্কা দেখা দিয়েছে।

আগামী ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত জার্মানীতে কোন ব্রিটিশ নাগরিক প্রবেশ করতে পারবেনা। অথচ এক দিন আগেই লিভারপুলের ম্যাচ রয়েছে লিপজিগের বিপক্ষে।

জার্মান পুলিশ নিশ্চিত করেছে যে লিভারপুলের জন্যও কোন ছাড় দেয়া হবে না। উয়েফা এখন ম্যাচটির নতুন তারিখ কিংবা ম্যাচের ভেণ্যু পরিবর্তন করা যায় কিনা সেটা নিয়ে ভাবছে।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post