ফ্রিজে অতিরিক্ত বরফ জমছে, জেনে নিন সমাধান |Extra ice is accumulating in the fridge, find out the solution

অনেকের ফ্রিজে কয়েকদিন পর পরই বরফের আস্তরণ পড়ে যায়। সেটা নরমালেই হোক বা ডিপ। বরফের জন্য সহজে কিছু বের করাও মুশকিল হয়ে যায় ।

অনেক সময় নরমালে রাখা খাবারও বরফ হয়ে যায়। বারবার প’রিষ্কার করে তাপমাত্রা কমিয়ে বাড়িয়েও লাভ হয় না।

তবে কিছু উপায় জানলে সহজেই এই স’মস্যা থেকে রেহাই পেতে পারেন। তাহলে জে’নে রাখু’ন কীভাবে রো’ধ করবেন ফ্রিজে অতিরি’ক্ত বরফ জমা। সেই স’ঙ্গে কীভাবে ঝটপট বরফ প’রিষ্কার করবেন তাও জে’নে নিন-

প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে বরফ প’রিষ্কার করুন

ফ্রিজে’র বরফ অল্প থাকতেই প’রিষ্কার করে নিন। এক্ষেত্রে প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার ক’রতে পারেন। প্লাস্টিক বা কাঠের চামচ হলে বরফ প’রিষ্কার ক’রতে গিয়ে আঘা’ত পাওয়ার ঝুঁ’কি কম থাকবে।

এ ধ’রনের চামচ ব্যবহার করলে ফ্রিজে’র গ্যাস লাইন ক্ষ’তিগ্রস্ত হওয়ারও আশ’ঙ্কা থাকবে না। ফ্রিজে’র পাশে একটি বালতি বা পাত্র রাখু’ন। যেন সংগ্রহ করা বরফগুলো তাতে রাখা যায়। ফ্রিজে’র ভেতরে থাকা বরফ স’ম্পূর্ণভাবে প’রিষ্কার করার চেষ্টা করুন।

ফ্রিজে অতিরি’ক্ত বরফ জমা রো’ধ করবেন যেভাবে-

থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে অতিরি’ক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে।

তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। আপনার ফ্রিজে থার্মোমিটার না থাকলে, তা স্থাপন করুন।

দেয়ালের স’ঙ্গে লা’গিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূ’রে রাখু’ন। যেন ফ্রিজে’র কয়েল সহজে ঠাণ্ডা হতে পারে।

ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আ’টকে রাখু’ন। ভুলে খুলে রাখবেন না।

রান্না করা খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজে রাখু’ন। গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়।

ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি। নিজে’র সেফটির জন্য বেশি বরফ তৈরি হয় ফ্রিজে’র ভেতরে।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post