কালো , শুকনা দেখলে নায়ক নায়ক মনে হয় না । যে শুধুমাত্র অভিনয় এর জোরে নিজেকে এই পর্যন্ত সমাদৃত করতে সক্ষম হয়েছে । বর্তমানে জাত এক্টর হিসেবে নাম কামিয়েছে । অনেক বড় স্টার , বক্স অফিস রেকর্ড , এসব দিয়ে হয়ত এনাকে বিবেচনা করা যাবে না । তবে ন্যাচারাল অভিনয় এর জোরে কতটা ভালবাসা কুড়িয়েছে সবাই কম বেশি জানি । তো চলুন মূল পর্বে যাওয়া যাক -
★ ১০. Maari - অনেকেই এটাকে এভারেজ বলবেন । টপ টেনে হয়ত আশাও করেন নি । যাই হোক মানেন আর না মানেন এটি ধানুষের ক্যারিয়ার এর কাল্ট মুভি । লোকাল গ্যাংস্টার , এন্টিহিরো ক্যারেক্টার অনেকটা পুরনো ঢাকার ফ্লেভার । এটি দ্বারা ধানুষ এদেশে আরো বেশি জনপ্রিয়তা পান । মুভিটি বেশ এঞ্জয়েবল ও ধানুষের ভাল পারফরমেন্স । খুব ভাল মুভি তা বললাম না । ব্যাক্তিগত ভাবে ফেভারিট ।
★ ০৯. Thanga Magan - এর অর্থ 'সোনার ছেলে' । ২০১৫ সালের ড্রামা - রোমান্টিক মুভি । একদম ন্যাচারাল স্টোরি নিসন্দেহে দেখুন ভাল লাগবে ।
★ ০৮. Raanjhanaa - ধানুষের বলি ডেবুট ডিরেক্টর ছিলেন আনান্দ এল রায় । দারুণ এক রোমান্টিক মুভি যদিও সেকেন্ড হাফে একটু বোরিং স্টোরি ঢুকিয়ে দেওয়া হয় । তবুও ওভারঅল ভাল মুভি আর ধানুষের পারফরমেন্স অসাধারণ ছিল ।
★ ০৭. Pa Paandi - কেন এনাকে মাল্টিট্যালেন্টেড বলা হয় মুভিটি না দেখলে বুঝবেন না । রাইটার , প্রডিউসার , ডিরেক্টর , এক্টর সবই ছিল ধানুষ । দুর্দান্ত ড্রামা মুভি এটাও একদম ন্যাচারাল । না দেখে থাকলে দেখে ফেলুন ।
★ ০৬. Maryan - ১৩ সালের ড্রামা - থ্রিলার মুভি । কনসেপ্ট হচ্ছে ফাদে আটকে পরা একটি মানুষের জীবন বাচিয়ে বাড়ি ফেরার গল্প । লোকটি কী আদৌ সফল হবে ??
ধানুষের পারফরমেন্স জাস্ট স্পিসলেস ।
★ ০৫. Velaiyilla Pattathari - এটিকে VIP ও বলা হয় । স্টোরি শিক্ষিত বেকারের । এনার ক্যারিয়ার বেস্ট মুভির লিস্টে টপ ৫ এ এটি রাখতেই হবে । দুর্দান্ত মুভি - ইঞ্জিনিয়ারিং করার পর বাস্তবে কী হয় ! কঠিন শ্রম করলে সফলতা কী পাওয়া যায়? । আর হ্যা Amma Amma এর মত হার্ট টাচিং গান আছে । খুবই ফেভারিট মুভি এটিতে আন্না সিক্স প্যাক শো করে ।
★ ০৪. Vada Chennai - ১৮ সালের ক্রাইম থ্রিলার মুভি । অসাধারণ বললেও কম হবে । যেমন থ্রিল , সাসপেন্স , টুইস্ট , একশন পারফেক্ট প্যাকেজ । একদম ন্যাচারাল গ্যাংস্টার মুভি । সামনে পার্ট ২ আসছে ____
★ ০৩. Asuran - এটি নিয়ে কিছু বলতে হবে ??
★ ০২. 3 - ধানুষের ক্যারিয়ার এর অন্যতম আন্ডাররেটেড মুভি । তামিলে আমার সবথেকে ফেভারিট রোমান্টিক মুভি । রোমান্টিক মুভি লাভার হলে এটি না দেখলে বড় মিস করেছেন । ধানুষের সেরা পারফরমেন্স অনেক আছে তবে সেরা পারফরমেন্স মোমেন্ট থ্রি মুভির ক্লাইম্যাক্স । ক্লাইম্যাক্স দেখে হ্যাং হয়ে যাবেন । ধানুষ কেন জাত এক্টর তা ক্লাইম্যাক্স দেখেই বুঝবেন । শ্রুতি আর ধানুষের রোমান্স ও সেরা ছিল ।
আচ্ছা 'Why This Kolaveri Di' যেটি ইউটিউব এ ইন্ডিয়ার প্রথম ১০০ মিলিয়ন ভিউ তোলে সবাই শুনছেন - এটি এই মুভির গান । আর মুভিটির নাম কেন যে থ্রি এটা আজও অজানা । আমি স্ট্রংলি রিকোমেন্ড করবো মুভিটি দেখার জন্য । তবে প্রব্লেম হলো মুভির লিংক খুব সম্ভবত এভেইলিবল না । ইউটিউব এ যেটি আছে সেটির সাথে সাব মিলে না সিঙ্ক করে নিতে হয় । সুতরাং নিজ দায়িত্বে কালেক্ট করুন তবে বিসাব ও ইসাব আছে ।
.
.
.
.
.
★★ Adukalam - ছোট্ট একটি মোরগ লড়াই নিয়ে কোন লেভেলের থ্রিলার মুভি বানানো যায় এটি না দেখলে বুঝবেন না । আমি চোখ বন্ধ করে ধানুষের ক্যারিয়ার এর সেরা মুভি বলবো এটিকে । তবে আমাদের দেশে এটি খুব আন্ডাররেটেড । মুভিটি দেখার সময় ১ সেকেন্ড এর জন্যও চোখ ফেরাতে পারবেন না । ট্রু মাস্টারপিস
এটির এওয়ার্ড ঝুলি বেশ বড় ৫৮ তম ন্যাশনাল এওয়ার্ড এ ৬ টি ক্যাটেগরিতে এওয়ার্ড জিতে
ধানুষ বেস্ট এক্টর
ভেট্টিমারান বেস্ট ডিরেক্টর
৫৯ তম সাউথ ফিল্মফেয়ারেও এটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে এওয়ার্ড জিতে
সাউথ ফিল্মফেয়ার ও (ভেট্টি - ধানুষ) লুফে নেয়
আরো অনেক এওয়ার্ড পায়
আর হ্যা ধানুষ - ভেট্টি সবসময়ই রক্স
সাব আছে দেখে নিন
{ স্পেশাল মেনশন ৫ টি - Kodi , Samitabh , Anegan , Polladhavan , Thodari }
ম্যাক্সিমাম মুভিই আপনাদের দেখা এরপরও যদি অদেখা থাকে দেখতে পারেন - ৭ , ৮ , ৯ , ১০ হিন্দী এভেইলিবল । আর হ্যা লিস্ট imdb মারফত কিংবা রিভিউ এর কথা মাথায় রেখে বানানো হয়নি । পুরটাই ব্যাক্তিগত মতামত এর ভিত্তিতে বানানো । তাই বড় কথা হচ্ছে আপনার আর আমার মতামত নাও মিলতে পারে । যাই হোক আমার সিলেকশন এ আমি পারফরমেন্স ও মুভি দু টির উপরই নজর দিয়েছি ।
আর হ্যা ধানুষ আন্নাকে আপনার কেমন লাগে??
_ ধন্যবাদ
_ ঘরে থাকুন , সুস্থ থাকুন
__ চাইলে আপনার মতে সেরা মুভি কমেন্ট করতে পারেন
Credit : AAF