টম ক্রুজ আসলে কি মানুষ নাকি এলিয়েন - Tom Cruise is a man or an alien.


টম ক্রুজ কে দেখে বোঝার রো নেয় যে তার বয়স ৫৮ কারন তাকে দেখতে এখনও তরুন ই মনে হয় । তিনি সত্যিই মানুষ না অন্য কিছু। এ সিনেমার জন্য তিনি যা করেছেন তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়-প্যারিসের ব্যস্ত সড়কে দ্রুতগতিতে মোটরবাইক চালনা, এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে চলা আর সেটা করতে গিয়ে পা ভাঙ্গা, হেলিকপ্টার চালনা শিখা আর সেটা সিনেমায় ব্যবহার।
Movie: mission impossible fallout(2018)
Directed by: Christopher McQuarrie
Starring:TomCruise,HenryCavill,VingRhamesimonPegg,RebeccaFerguson,SeanHar Angela Bassett,Michelle Monaghan,Alec Baldwin
Imdb:7.7
Personal:9/10
Budget:178 million
Box office:791.1 million
স্পাই-একশন জনরার সিরিজগুলোর মধ্যে অন্যতম মিশন ইম্পসিবল।এ জনরার অন্যান্য সিরিজ থেকে এ সিরিজ অনেকাংশেই ভিন্ন-তা সেটা এর সেট আপ,,চরিত্র,একশন দেখলেই বুঝা যায়।টম ক্রুজ যে তার অ্যাকশন দৃশ্যগুলোয় কোনো রকম স্ট্যান্টম্যানের সাহায্য ছাড়াই অভিনয় করেন, এই জিনিস কারো অজানা থাকার কথা না। স্ট্যান্ট কো অর্ডিনেটর ওয়েড ইস্টউডের ভাষ্যে, ক্রুজের মাথায় কোনো স্ট্যান্ট করার ভূত চাপলে তিনি সোজাসুজি স্টুডিওকে বলে দেন, এই স্ট্যান্ট তাকে করতে না দেওয়া হলে তিনি এই মুভিতে কাজই করবেন না! নতুন এই সিনেমারই এক অ্যাকশন সিকোয়েন্সে এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে পড়ার সময়ে টম ক্রুজের গোড়ালি ভেঙে যায়। যার কারণে শুটিং পিছিয়ে গিয়েছিল প্রায় কয়েক মাস। তবে অবাক করা বিষয় হলো, গ্রাহাম নর্টন শোতে এই দুর্ঘটনার এক্সটেন্ডেড ক্লিপে দেখা যায়, গোড়ালি ভাঙার পরেও ক্রুজ খোঁড়াতে খোঁড়াতে ছাদ পার হয়ে সেই শট শেষ করেছিলেন!ভাইরে ভাই ভাবতেয় অবাক লাগে যে একটা মানুষ মুভির জন্য কিনা কি করতে পরে।

হালকা স্পলার

এবারের মিশনে দেখা যায় প্লুটোনিয়াম বাহী তিনটি বোমা উদ্ধারের দায়িত্ব পড়ে ইথানের দলের উপর কিন্তু বার্লিনের সেই মিশনে ব্যর্থ হয় তার দল আর সেই বোমাগুলোর নিয়ন্ত্রণ নিতে ঊঠে পড়ে লাগে এপোস্টল নামের এক সংগঠন যারা মূলত বিগড়ে যাওয়া আর বিপথে পরিচালিত সাবেক আইএমএফ এজেন্টদের নিয়ে গঠিত। এ দলের অন্যতম সদস্য হচ্ছে জন লারক আর মূলত সেই এ বোমাগুলো এপোস্টোলের কব্জায় নেয়ার জন্য কাজ করছে, কিন্তু লারকের কোন তথ্য,ছবি সিআইএ,আইএমএফ, এম আই সিক্স কারো কাছেই নেই। কে এই লারক? সিআইএ-এ মিশনের ব্যর্থতার জন্য আইএমএফকে দায়ী করে এবং এ বোমাগুলো উদ্ধারের মিশনে তথা আইএমএফ এর উপর নজরদারী করতে তাদের এক এজেন্ট অগাস্ট ওয়াকারকে নিযুক্ত করে। পরিস্থিতির গুরুত্ব কয়েকগুণ জটিল হয়ে যায় যখন জানা যায় এ সবের পিছনে সন্ত্রাসী দল সিন্ডিকেট-এর নেতা সাবেক এজেন্ট সলোমান লেনের হাত রয়েছে।কিন্তু সে কিভাবে এগুলো করবে কেননা সে তো এখন বন্দী। আর এসবের মাঝে এম আই সিক্স এজেন্ট এলসা ফস্ট কি করছে? সে কার হয়ে কাজ করছে? ইথান কাকে বিশ্বাস করবে?জানতে মুভিটিন দেখুন।
পৃথিবীকে অবিশ্বাস্য বিপদের হাত থেকে বাঁচাতে গত ২২ বছর ধরে লড়ে আসছে হান্ট । 'মিশন ইম্পসিবল ফলআউট'-এ তার ব্যতিক্রম হয়নি। এবারও সেই দায়িত্ব এসে পড়ে হান্টের কাঁধে। আর এবার শত্রু আরও বেশি বুদ্ধিমান , আরও বেশি ভয়ানক। কিন্তু ইথান হান্ট কি পারবেন নিজের পুরনো ক্যারিশ্মায় সমস্ত কিছু জয় করে নিতে?
May be an image of 2 people, people standing and indoor


Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post