আগামী জুনে বার্সার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়ে যাবে। এরপর লিওনেল মেসি পিএসজিতে যোগ দিবে বলে বিশ্বাস পিএসজির আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার।
লিওনেল মেসির সঙ্গে বার্সালোনার বর্তমান চুক্তির স্থায়ীত্ব আগামী জুনের ৩০ তারিখ পর্যন্ত। তারমধ্যে আবার বার্সার জন্য খারাপ খবর হচ্ছে তাদের সভাপতি নির্বাচন পিছিয়ে গেছে অনেকটাই। ফলে নতুন সভাপতির হাতে খুব কম সময়ই থাকছে মেসিকে বুঝিয়ে রাজি করানোর জন্য।
গতরাতে পিএসজির ম্যাচের পর মেসি কি পিএসজিতে আসবে কিনা এমন এক প্রশ্ন করেছিল ডি মারিয়ার কাছে। ডি মারিয়া বলেন, “আমি আশা করি। এটাই তার পিএসজিতে আসার সবচেয়ে বড় সুযোগ। আমাদের শান্ত থাকতে হবে। দেখা যাক কি হয়।”
ডি মারিয়ার সঙ্গেই পিএসজির চুক্তি শেষ হয়ে যাবে আগামী জুনে। তার সঙ্গে কি ক্লাব নতুন চুক্তি করবে? ডি মারিয়া বলেন, “আমরা এই মুহূর্তে শান্ত ভাবে কথা বলছি। নেইমার আমার চেয়ে অনেক তরুণ। তাই ক্লাব তার সঙ্গে আগে কথা বলবে এটাই স্বাভাবিক। আমরা ধীরে ধীরে আলোচনা করছি। আমি পিএসজিতে সুখে আছি।”