একজন সত্যিকারের ফ্রিল্যান্সারের গল্প | The story of a true freelancer

একজন সত্যিকারের ফ্রিল্যান্সারের গল্প








আজকে একজন সত্যিকারের ফ্রিল্যান্সারের গল্প বলব। একজন ফ্রিল্যান্সার হচ্ছে মুক্তপেশাজীবী, মানে সে হচ্ছে স্বাধীন। আপাত দৃষ্টিতে আমরা স্বাধীন হলেও, আমরা আসলে পরাধীন। মার্কেটপ্লেস এবং বায়ার নামক চক্রের মধ্যে বন্দী। চাইলেও অনেক কিছু করা যায় না। ৮ ঘন্টার বাঁধাধরার চাকরির জীবন থেকে মুক্তির জন্য, আমরা আসলে ১২ ঘন্টার গাধার খাটনির জীবন বেছে নিয়েছি। কিন্তু এমনটা হবার কথা ছিল না।
আমার ৬ বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, মাত্র হাতে গোনা কয়কজনকে পেয়েছি যারা আসলেই, সত্যিকারের ফ্রিল্যান্সার। মানে পুরাপুরি স্বাধীন জীবন যাপন করেন, জীবনটাকে উপভোগ করেন। তারা মার্কেটপ্লেস বা বায়ারের শৃঙ্খল থেকে মুক্ত। আজকে যাকে নিয়ে পোষ্ট করছি, তার নাম হচ্ছে "Muhammad Aamir Iqbal" একজন পাকিস্তানি ফ্রিল্যান্সার, মার্কেটার, এসিও স্পেশালিষ্ট, Fiverr এর টপ রেটেড সেলার। Fiverr এ আপনি "sultanofmultan" লিখে সার্চ দিলে তাকে পেয়ে যাবেন। ছবিতে যে গাড়িটা দেখছেন‌ সেটা Fiverr এর প্রথম বছরের ইনকামের টাকায় কেনা। এই গাড়ি নিয়েই লংড্রাইভে চলে যান। কোন জায়গা ভাল লাগলে, সেখানে ক্যাম্পিং করেন। ট্রাভেলিং তার নেশা। প্রায় ৭০+ দেশ ইতিমধ্যেই ভ্রমন করা হয়ে গেছে। তার ইচ্ছা বিশ্বের সব দেশ ভ্রমন করা। খুব আয়েশি জীবন যাপন করেন। আর সবকিছুই ফ্রিল্যান্সিং এর টাকায়। আমি গত ৫ বছর ধরে তাকে ফলো করছি। তার প্রতিটা ভ্রমনের ছবি, পোষ্ট আমি দেখেছি।
তার একটা টিম আছে, ট্রাভেল করতে করতেই বায়ারের সব কিছু সামলান। Fiverr হাচ্ছে তার সার্ভিসের একটা অংশ মাত্র। মূলত সরাসরি বায়ারের সাথে কাজ করেন। আমি আসলে একজন পাকিস্তানিকে মহান করার চেষ্টা করছি না। তার থেকে মোটিভেশন খুঁজছি, যেটা আমার খুবই দরকার। আমরা অধিকাংশ ফ্রিল্যান্সার, নিজেদের চার দেয়ালের মধ্যে বন্দী করে ফেলেছি। মনে করি, এটাই আমার জগত এর বাহিরে কিছু নেই। আসলে এমটা হবার কথা ছিল না। উচিৎ ছিল, মুক্ত স্বাধীন হয়ে জীবনটাকে উপভোগ করা। আমারও তেমনই ইচ্ছা। জানি না কখনো সেটা সফল হবে কিনা। স্বপ্ন দেখতেত আর দোষ নেই। আল্লাহর দুনিয়া অনেক বড়। পৃথিবীতে অনেক কিছুই দেখার আছে।
জানিনা আপনাদের কার কি মনের ইচ্ছা। অনেকেই আছেন চার দেয়ালের বন্দি জীবনটাকে উপভোগ করেন। তার জন্য সেটাই ঠিক। আবার অনেকেই আছেন, এই পাকিস্তানি ভাইয়ের মত, লাইফটাকে ইনজয় করতে চান। তাঁদের জন্য
শুভ কামনা
রইল।
ধন্যবাদ!
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post