শাহরুখ খানের কিছু রেকর্ড | Some records of Shah Rukh Khan

শাহরুখ খানের ক্যরিয়ারের সবচেয়ে বাজে দশকের মুভির ওভারসিজ এ অল্পকিছু রেকর্ড।
[বলিউড মুভি ভারতের বাইরের বিশ্বে যা আয় করে তাকেই ওভারসিজ কালেকশন বলে]


My name is khan (2010)
1️⃣দশকের প্রথম মুভি। যার ওভারসিজ কালেকশন:- 23.5 million যা বলিউড তথা ভারতের ইতিহাসে প্রথম। প্রথম ভারতীয় মুভি যা ওভারসিজ থেকে ১০০+ কোটি কালেকশন করে।
2️⃣বলিউড মুভির ওভারসিজ এ সবচেয়ে বড় ওপেনিং ডে ছিল এই মুভির $2.4 million এর আগে এই রেকর্ড ছিল রাজকুমার হিরানির 3 Idiots এর দখলে।
3️⃣বলিউড মুভির ওভারসিজ এ সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড। $3.6 মিলিয়ন কালেকশন।পুর্বে এই রেকর্ড ছিল 3 Idiots এর দখলে যেটা $2.6 মিলিয়ন উইকেন্ড কালেকশন করেছিল।
4️⃣UK তে অপেনিং ডে তে £123,000 কালেকশন করে যা পুর্বের রেকর্ড করা 3 Idiots এর দুই দিনের মোট কালেকশন থেকেও বেশি। এবং UK তে বলিউড এর সবচেয়ে বড় ওপেনিং রেকর্ড করে।
5️⃣UK তে £2 million মাইলফলক স্পর্শ করা তৃতীয় বলিউড মুভি my name is khan এর আগের দুটি হলো Kabhi Alvida Naa Kehna এবং Veer-Zaara।
6️⃣USA তে বলিউড মুভির সবচেয়ে বেশি সংখ্যক থিয়েটারে চলার রেকর্ড। যা পুর্বে করা 3 Idiots এর রেকর্ড ভেঙে দেয়।
7️⃣US এ আগের করা সকল বলিউড মুভির রেকর্ড ভেঙে নতুন ওপেনিং উইকেন্ড রেকর্ড করে। চতুর্থ সপ্তাহে US$3,868,891 কালেকশন করে পুর্বে করা বলিউড মুভি Om Shanti Om এর রেকর্ড ভেঙে দেয়। ৫১ দিন US এ চলার পর মুভিটি $4 মিলিয়ন এর মাইলফলক স্পর্শ করে।
8️⃣অস্ট্রেলিয়ায় বিড়াট বড় ওপেনিং এর সাথে উইকেন্ড এ US$437,687 কালেকশন করে পুর্বের 3 Idiots এর করা রেকর্ড ভেঙে দেয়।
9️⃣মিডেল ইস্ট এ বিপুল জনপ্রিয়তা পায়। যা যে কোন বলিউড মুভির থেকে বেশি। মিসর থেকে মিসরীয় মুদ্রার ১মিলিয়ন এর বেশি কালেকশন করে যা বলিউড এর অল টাইম রেকর্ড। মাত্র চার সপ্তাহে মুভিটি US$3.3 কালেকশন করে মিডেল ইস্ট এ বলিউড এর সবচেয়ে বড় হিট এ পরিনত হয়।
🔟মুভিটি পাকিস্তানে Avatar, 3 Idiots এবং Wanted এর রেকর্ড ব্রেক করে পাকিস্তানের এর সবচেয়ে বেশি কালেকশন করা মুভিতে পরিনত হয়।
1️⃣1️⃣UK তে চার সপ্তাহ চলার পর ৪ বছর ধরে UK তে বলিউড এর সবচেয়ে বড় হিট Kabhi Alvida Naa Kehna এর রেকর্ড ভেঙে দেয়।
1️⃣2️⃣মুভিটি 60th Berlin International Film Festival
এ দেখানো হয়।
মুভিটির সকল টিকেট জার্মানিতে মাত্র ৫ সেকেন্ড এ বিক্রি হয়ে যায়। যেখানে টিকেট প্রতি দাম ছিল ভারতীয় রুপির ৬০ হাজার রুপি।
ওভারসিজ ভারডিক্ট:- অল টাইম ব্লকবাস্টার। (HGOTY)
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post