"রোনালদো লিমা নাকি জার্ড মুলার | সেরার হিসেবে এগিয়ে থাকবে কে ?"


.

ফেইসবুক বিভিন্ন ওয়েবসাইট,  স্পোর্টস ম্যাগাজিন, রেঙ্কারদের থেকে সংগ্রহ করার পর যেসব তথ্য পাওয়া গিয়েছে রোনালদো লিমা এবং গার্ড মুলারকে নিয়ে তা নিম্নে দেওয়া হলো :-

২০১৩ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে।যদিও সেখানে জায়গা হয় নি লিমা কিংবা মুলার কারোই। তবে, স্ট্রাইকারদের ভোটে রোনালদো পান ০৯ ভোট, মুলার পান ০৪ ভোট!
.
বিবিসি স্পোর্টস ২০১৫ সালে ২ লক্ষ ২৫ হাজার ৫৫৮ জন পাঠকদের ভোটে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে। ১ লক্ষ ৪৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে একাদশে জায়গা পান রোনালদো লিমা।
.
বিবিসি স্পোর্টস ওই বছরেই এডিটরদের ভোটে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেন। সেখানেও ফরোয়ার্ড পজিশনে জায়গা পান রোনালদো।
.
বিখ্যাত ইংলিশ ম্যাগাজিন গিভ মি স্পোর্টস এর মতে সর্বকালের সেরা ৪০ এ  ৮ নম্বরে জায়গা পান রোনালদো লিমা, গার্ড মুলারের রেঙ্ক দেয়া হয় ১৭ তে।
.
 বিখ্যাত  ফোর  ফোর টু ম্যাগাজিন সর্বকালের সেরা ১০০ ফুটবলার নির্বাচন করে ২০১৭ সালে। রোনলদো লিমা জায়গা পান ১০ নং রেঙ্কিং এ, মুলার ১৭ তে।
.
ব্লেচার রিপোর্ট ফুটবল এক্টিভ খেলোয়াড় ব্যতীত সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় নির্বাচন করে।রোনালদো লিমাকে তারা রাখে ০৬ নম্বরে,মুলার আবারও ১৭ তে।
"রোনালদো লিমা


.
ব্লেচার রিপোর্ট ফুটবল এক্টিভ খেলোয়াড় ব্যতীত সর্বকালের সেরা ৬০ স্ট্রাইকার নির্বাচন করে। রোনালদো লিমা পেলের পরেই ২য়তে জায়গা পান।জার্মান কিংবদন্তি মুলার এর পজিশন সেখানে ৫ম।
.
পেলের ৭০ তম & ম্যারাডোনার ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে দ্য গার্ডিয়ান  ২০১০ সালে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে।সৌভাগ্যক্রমে ফরোয়ার্ড পজিশনে জায়গা পান রোনালদো।
.
ওয়ার্ল্ড ফুটবল হিস্টোরিক সেন্টার ২০১৪ বিশ্বকাপের পর সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে, সেই সাথে সর্বকালের সেরা ৫০ ফুটবলারও। সেরা একাদশে দুজনের কেওই জায়গা না পেলেও রোনালদো লিমার রেঙ্কিং দেয়া হয় ১৩ তে, মুলারের ২৭ এ।
.
৮ ডিসেম্বর ২০১৭ সালে Le Buzz ভোটাভুটির আয়োজন করে।বিষয়বস্তু ছিল "সর্বকালের সেরা খেলোয়াড় কে?"
১ হাজার ১১৮ ভোট পেয়ে ৬ নম্বরে জায়গা পান এই ব্রাজিলিয়ান নাম্বার নাইন। ১১৯ ভোট পেয়ে ১৯ নম্বরে জায়গা হয় মুলারের।

"রোনালদো লিমা নাকি জার্ড মুলার


.
Footballs Greatest weebly সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে ২০১৬ সালে।ফরোয়ার্ড পজিশনে জায়গা হয় রোনালদো লিমার।
.
Pledge Sports এর মতে সর্বকালের সেরা ১০ ফুটবলারের ৭ম জায়গাটা পান রোনালদো লিমা।
.
ফুটবল মোটিভেশন সকার ম্যাগাজিন সর্বকালের সেরা ৫০ ফুটবলার নির্বাচন করে।রেঙ্কিং এ ৬ নম্বরে জায়গা পান রোনালদো লিমা। মুলারের রেঙ্কিং ১৬ তে।
.
International Sports  Times US edition ২০১৪ সালে সর্বকালের সেরা ৫০ ফুটবলার নির্বাচন করে।রোনালদো লিমার পজিশন যেখানে ১২, মুলারের সেখানে ১৯।
.
ইংলিশ স্পোর্টস ম্যাগাজিন Ask opinion এর মতে সর্বকালের সেরা ১০ ফুটবালরের ৯ম জায়গাটা হলো রোনালদো লিমার।মুলারের পজিশন সেখানে ১৪ তে।
.
৩১ মার্চ ২০১৭ সালে স্পোর্টস ম্যাগাজিন New Arena সর্বকালের সেরা ২৫ ফুটবলার নির্বাচন করে। ৭ম জায়গায় অধিষ্ঠিত হন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো, ১৭ তে জায়গা পান গার্ড মুলার।
.
Topend Sports এর ওয়ার্ল্ড সকার হান্ড্রেড প্লেয়ার অব দ্য সেঞ্চুরীতে রোনালদো লিমার জায়গা হয় ১৩ তে।তাঁর প্রাপ্ত পয়েন্ট ৫৪১. অপরদিকে গার্ড মুলারের জায়গা হয় ১৫ তে।তাঁর প্রাপ্ত পয়েন্ট ৪৯৮।
.
 ইংলিশ ম্যাগাজিন Sporting news soccer সর্বকালের  সেরা ১০ খেলোয়াড় নির্বাচন করে যেখানে ৭ম পজিশন পান রোনালদো।তবে জায়গা হয় নি জার্মান কিংবদন্তির।
.
ফুটবল রেঙ্কিং ভিত্তিক ম্যাগাজিন রেঙ্কার  হয়তোবা  একটু অন্যরকমই করে ফেলেছে। তাদের মতে রোনালদো লিমার রেঙ্কিং যেখানে ০৬, আশ্চর্যজনক ভাবে হলেও সত্য মুলারের রেঙ্কিং দেয় ৫৬ তে,আই রিপিট ৫৬।
.
টোটালস্পোর্টেক সর্বকালের সেরা ১০ স্ট্রাইকার নির্বাচন করে। পেলের পর ৪১ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রাখেন রোনালদো লিমাকে।৩২ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে জায়গা পান মুলার।
.
দ্য ইনডিপেনডেন্ট ম্যাগাজিন পাঠকদের ভোটে সর্বকালের সেরা ২৫ খেলোয়াড় নির্বাচন করে। রোনালদো লিমা ২৩ হাজার ২২৯ ভোট পেয়ে ১৯ তম জায়গা পেলেও, জায়গা পান নি গার্ড মুলার
.
Quora এর এক প্রশ্নে ২৩০০০ পাঠক সর্বকালের সের ১০ স্ট্রাইকার নির্বাচন করে।৬৭৬৫  ভোট পেয়ে ৩য় পজিশন পান রোনালদো লিমা। ২৩৪৭ ভোট পেয়ে ৫ম পজিশন হয় মুলারের।
.
দ্য গার্ডিয়ান বিশ্বকাপের সর্বকালের সেরা ১০০ ও নির্বাচন করে ২০১০ সালে দক্ষিন আফ্রিকা বিশ্বকাপের পর। ০৪ নম্বরে জায়গা দেয় রোনালদোকে, মুলারের পজিশন ০৮।
.
Immortal Blogspot হল অব ফেম সর্বকালের সেরা ১০ স্ট্রাইকার নির্বাচন করে। সম্ভবত এরাই বুঝতে পেরেছিল মুলার ও রোনালদোর দ্বৈরথ।তাই তো রোনালদো লিমাকে ১ নং এ রেখে তার পর ঠিকই ২য়তে রাখেন গার্ড মুলারকে।☺
.
ইএসপিএন এর মতে অলটাইম টপ  টুয়েন্টিতে ৬নং এ জায়গা হয় রোনালদো লিমার। জার্মান কিংবদন্তি মুলারের পজিশন সেখানে ১৪তম।
.
.
এরকম খুজলে আপনি আরও পাবেন রেঙ্কিং লিস্ট কিংবা একাদশ।তবে,  গুটি কয়েকে আপনি হয়তোবা মুলারকে রোনালদোর আগে দেখে থাকতে পারেন, তবে সংখ্যাটা নিতান্তই সামান্য হবে বলে নিশ্চয়তা দিচ্ছি।।সবকিছু বিবেচনা করে, রোনালদো লিমা মুলার থেকে এগিয়ে থাকুক আর নাই থাকুক এটা সম্পূর্নই যার যার মতামত।আর আমিও মুলারের খেলা বা প্লেয়িং স্টাইল নিয়ে তেমন স্টাডি না করায় কনফিডেন্টলি এগিয়েও রাখতে পারছি না কাউকে।তবে রোনালদো লিমা,গার্ড মুলার, পুস্কাস, ভ্যান বাস্তেন, রোমারিওরা ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকারদের কাতারে প্রথম সারির জায়গা পাবেন এটা হলফ করে বলাই যায়।
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post