সিলেটে বিদ্যুৎ থাকবে না আরও ৬ দিন! | No electricity in Sylhet for 6 days!

সিলেটে উন্নয়ন কাজের জন্য আরও ছয়দিন থাকবে না বিদ্যুৎ। এ ছয়দিন নির্দিষ্ট সময়ে সংযোগ বন্ধ রাখবে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি সোমবার (১ ফেব্রুয়ারি) এক বি’জ্ঞ’প্তি জানিয়েছেন বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।


সিলেটে বিদ্যুৎ থাকবে না আরও ৬ দিন!


বি’জ্ঞ’প্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ২, ৩, ৪, ৫, ৬ ও ১১ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বি’জ্ঞ’প্তিতে বলা হয়- ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গল-বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা সিলেট নগরীর বারুতখানা, জে’লরোড, দিশা’রী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মা’র্কেট জিন্দাবাজার প্রাই’মা’রি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ৫ ঘণ্টা নগরীর বারুতখানা, জে’লরোড, দিশা’রী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মা’র্কেট জিন্দাবাজার প্রাই’মা’রি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

৬ ফেব্রুয়ারি (শনিবার) কুমা’রপাড়া ব্লক-বি এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরীর এভা’রগ্রীন ঝেরঝেরীপাড়া আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে। বিদ্যুৎ গ্রাহকদেরএই সাময়িক অ’সুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post