ইতালির নতুন চমক মারিও দ্রাঘি |New Italian surprise Mario Draghi




ইতালির নতুন চমক মারিও দ্রাঘি❗
ইতালি ও ইউরোপে তিনি #Super_Mario নামে বেশ সুপরিচিত৷ জেনে নিন তার বিখ্যাত হওয়ার কাহিনী:-
তার পুরো নাম মারিও রবের্তো দ্রাঘি৷ ৭৩ বছর বয়সী ইউরোপের বিখ্যাত এ অর্থনীতিবিদের জন্ম ইতালির রোম শহরে৷ তার বাবা ছিলেন ব্যাংকার এবং মা ছিলেন ফার্মিসিস্ট৷ মাত্র ১৫ বছর বয়সে কয়েক মাসের ব্যবধানে তিনি তার বাবা-মা উভয়কে হারান৷
১৯৭০ সালে মারিও দ্রাঘি রোমের লা সাপিয়েন্সা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন৷ ১৯৭৬ সালে তিনি একই বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন৷
অতপরঃ ১৯৮১ সালে তিনি University of Florence এ সরাসরি অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন৷ সেখানে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি অধ্যাপনায় নিয়োজিত ছিলেন৷
১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি World Bank এ ইতালীয় এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সার্ভিস প্রদান করেন৷ ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ইতালির ট্রেজারী অধিদপ্তরে ডিরেক্টরের দায়িত্ব পালন করেন৷ একই সময়ে তিনি ইতালির বিভিন্ন ব্যাংকের বোর্ড অব মেম্বার নির্বাচিত হন৷
২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি Bank of italy -র গভর্নর এবং ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সেন্টাল ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন৷
২০১২ সালে মারিও দ্রাঘির ব্যক্তিগত নৈপূন্য ও সাহসিক পদক্ষেপের কারনে ইউরোপের অভিন্ন মুদ্রা ব্যবস্থা 'ইউরো' ধ্বংসের হাত থেকে টিকে যায়৷ ইউরোপ জুড়ে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে৷ ফলে তিনি "সুপার মারিও" আখ্যা পান৷ তবে তার নেওয়া কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক সমালোচকও রয়েছে ইউরোপ জুড়ে। এবার দেখার বিষয় তিনি কিভাবে সামাল দিবেন ইতালির ভঙ্গুর পার্লামেন্টকে৷
#রিপোর্টঃ ইতালি বার্তা
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post