সরকারি ১৫৯ টন চাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি

মেঘনায় ট্রলারডুবি
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌপুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ।

জানা যায়, আল্লাহর দান নামে মালবাহী এই বলগেট ট্রলারটি সরকারি কালেকশনের চার নিয়ে হাতিয়া তরুদ্দিঘাট থেকে চেয়ারম্যানঘাট যায়।
তার পর চেয়ারম্যানঘাট থেকে ভোররাতেই খাদ্যগুদামের জন্য সরকারি সাপ্লাইয়ের ১৫৯ টন; প্রায় ৯২৪০ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল এবং সঙ্গে ৫০টি গ্যাসসিলিন্ডার নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে নদীতে ডুবে যায়।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post