৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন জ্বালাতান ইব্রাহিমোবিচ |Jitan Ibrahimobeach touches 500-goal milestone

জ্বালাতান  ইব্রাহিমোবিচ


ইতালিয়ান সিরিএতে ক্রোটোনের বিপক্ষে বড় জয় পেয়েছে জায়ান্ট এসি মিলান। এসি মিলানের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ক্রোটোনে হেরেছে ৪-০ গোলে।

ম্যাচে এসি মিলানের হয়ে জোড়া গোল করেছেন জ্বালাতান ইব্রাহিমোবিচ এবং রেবিক। আর জোড়া গোলের মধ্য দিয়ে নিজের ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন জ্বালাতান ইব্রাহিমোবিচ।

ক্রোটোনের বিপক্ষে ম্যাচের ৩০ এবং ৬৪ মিনিটে দুটি গোল করেন জ্বালাতান  ইব্রাহিমোবিচ। তিনি যখন প্রথম গোলটি করেন তখনই ৫০০ গোল পূর্ণ হয়।

ইব্রা তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৫৬ গোল করেন পিএসজির হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ গোল করেন মিলানের হয়ে। ইন্টার মিলানের হয়ে করেন ৬৬ গোল

এছাড়া লা গ্যালাক্সির হয়ে ৫৩ গোল, আয়াক্সের হয়ে ৪৮ গোল, ম্যানইউর হয়ে ২৯ গোল, জুভেন্টাসের হয়ে ২৬ গোল, বার্সালোনার হয়ে ২২ গোল এবং মালমোর হয়ে ১৮ গোল করেছেন।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post