বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে আসবে না আফগানিস্তান। সম্প্রতি এএফসিকে জানিয়েছে দেশটি। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময় ম্যাচটি হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা
আগামী ২৫ মার্চ বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটের মাটিতে।
এর আগে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওমান আয়োজনের প্রস্তাব দিয়েছে তাদের দেশে। বাংলাদেশ অবশ্য রাজি হয়নি এই প্রস্তাবে। তবে এএফসি জানিয়ে দিয়েছে, মার্চে ম্যাচ আয়োজন সম্ভব না হলে যেকোনো উপায়ে জুনের মধ্যে শেষ করতেই হবে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, 'এএফসিকে যে চিঠি দিয়ে বাংলাদেশে আসবে না বলে জানিয়েছে, ওই চিঠির কপি আমাদেরও দিয়েছে আফগানিস্তান। আমরা তাদের জানিয়েছি, ম্যাচ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। নির্ধারিত সময়েই ম্যাচ করা হবে। তবে আফগানিস্তানের আপত্তির কথা জানিয়েছে এএফসি। পাঁচ দেশের সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত জানাবে এএফসি। মার্চে খেলা আয়োজন করা না গেলে জুনে বাকি ম্যাচগুলো হবে, সেটাও জানিয়ে দিয়েছে এএফসি।'
বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের এখনো তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এর একটি হওয়ার কথা ২৫ মার্চ সিলেটের মাঠে। বাকি দুটি ওমান ও ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ।
এর আগে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওমান আয়োজনের প্রস্তাব দিয়েছে তাদের দেশে। বাংলাদেশ অবশ্য রাজি হয়নি এই প্রস্তাবে। তবে এএফসি জানিয়ে দিয়েছে, মার্চে ম্যাচ আয়োজন সম্ভব না হলে যেকোনো উপায়ে জুনের মধ্যে শেষ করতেই হবে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, 'এএফসিকে যে চিঠি দিয়ে বাংলাদেশে আসবে না বলে জানিয়েছে, ওই চিঠির কপি আমাদেরও দিয়েছে আফগানিস্তান। আমরা তাদের জানিয়েছি, ম্যাচ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। নির্ধারিত সময়েই ম্যাচ করা হবে। তবে আফগানিস্তানের আপত্তির কথা জানিয়েছে এএফসি। পাঁচ দেশের সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত জানাবে এএফসি। মার্চে খেলা আয়োজন করা না গেলে জুনে বাকি ম্যাচগুলো হবে, সেটাও জানিয়ে দিয়েছে এএফসি।'
বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের এখনো তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এর একটি হওয়ার কথা ২৫ মার্চ সিলেটের মাঠে। বাকি দুটি ওমান ও ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ।