যুক্তরাজ্যের হাসপাতালে মুসলিম রোগীদের জন্য অডিও কোরআন




যুক্তরাজ্যের পূর্ব ল্যা’ঙ্কাশায়ারের হাসপাতালে মুসলিম রোগীদের জন্য অডিও কোরআনে ব্যবস্থা করা হয়েছে।

রোগীদেরকে আধ্যাত্মিক শক্তি ও মানসিক প্রশান্তির জন্য অডিও কোরআনের উদ্যোগ নেওয়া হয়েছে। অডিওর মাধ্যমে রোগীরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পারবে।

ইংল্যান্ডের লা’ঙ্কাশায়ার হাসপাতাল ট্রাস্ট পাঁচটি হাসপাতালের রোগীদের মানসিক ও আধ্যাত্মিকভাবে সবল রাখতে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করা হয়। মুসলিম চ্যাপলে

যুক্তরাজ্যের হাসপাতালে মুসলিম রোগীদের জন্য অডিও কোরআন

ন্সির কো-অর্ডিনেটর ইমাম ফজল হাসান বলেন,

‘মুসলিম রোগীদের আধ্যাত্মিক ও মানসিক সহায়তায় এ অনুদান পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অডিও বুকটি রোগীদের বেডের পাশে রাখা হবে। বিশেষত ম’হামারিকালে জীবন সয়াহ্নে থাকা ইবাদতে

অংশগ্রহণে সামর্থ্যহীন রোগীরা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করবে।’  ইমাম ফজল আরো বলেন, ‘কোরআন কিউব প্রকল্প রোগীদের আত্মীয়-স্বজনরা

একথা জেনে স্ব’স্তিতে থাকবে যে তাঁদের প্রিয়জন কঠিন সময়ে ধর্মীয় প্রেরণা লাভ করছে। ভিডিও কলে রোগীকে পবিত্র কোরআন শুনতে দেখে আত্মীয়রা অভিভূত হয়।’

সূত্র : লাঙ্কাশায়ার টেলিগ্রাফ

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post