অনলাইনে পোশাক বিক্রির নামে ভয়াবহ প্রতারণা | The terrible fraud in the name of selling clothes online

অনলাইনে পোশাক বিক্রির নামে ভয়াবহ প্রতারণা: সাইবার পুলিশ কর্তৃক গ্রেফতার দুই
অনলাইনে পোশাক বিক্রির নামে ভয়াবহ প্রতারণা


Fashion House নামক ফেসবুক পেজে লোভনীয় অফার দিয়ে পোশাক বিক্রির কথা বলে সারাদেশে অসংখ্য মানুষের কাছে থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে পোষাক না দিয়ে তাদেরকে ব্লক করে দিত একটি চক্র।
সাইবার পুলিশ চক্রের দুই সদস্য কে খুলনা থেকে গ্রেপ্তার করে। চক্রের দুই সদস্য (স্বামী - স্ত্রী) তাদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে।
সাইবার ইনভেস্টিগেশন ও অপারেশন টীম এরকম একাধিক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে। প্রাথমিক তদন্তে ১৯টি মোবাইল সিমের সাহায্যে ১৮৮৯ জন ভিকটিমের কাছ থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রতারনার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃত দম্পতি ৭৯২ জন ভিকটিমকে প্রতারিত করে প্রায় ১৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে।
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post