তাহরিকে খতমে নবুওয়ত বাংলাদেশ এর আমির ড.সাইয়্যেদ মুফতি মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বলেছেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ,
অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। করোনা মহামারিতে বিশ্ব যখন আতংকিত ঠিক এই সময়ে বাংলাদের জিডিপি ১৮০০ ডলার ছাড়িয়ে যা ভারত পাকিস্তান থেকে বেশী, এদেশের উন্নতি দেথে বিভিন্ন কুচত্রুি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে পিছনে নিয়ে যাওয়া জন্য ষড়যন্ত্র করছে।তিনি তার বক্তব্যে আরো বলেন, মাসলাক যার যার দিন ইসলাম সবার। আলেম ওলামাদের একই প্লাটফর্মে এসে যারা ইসলাম ও মুসলমানের ক্ষতি করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। এ ক্ষেত্রে কারো সাথে আপস চলবেনা।
তিনি রবিবার রাতে(৩১জানুয়ারি) গোলাপগঞ্জের কতোয়ালপুর কটারপাড়া সবুজ সাথী যুব সংঘের ১৪তম বার্ষিক ওয়াজ ও মুর্দেগানদের ঈসালে সাওয়াব মাহফিলে এসব কথা বলেন।
কতোয়ালপুর কটারপাড়া জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী হাজী মো.ছানা মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব আমানতপুরী মাওলানা মর্তুজ আলী।