হাসান মাহমুদ এবং ইয়াসির আলী চৌধুরীকে নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে এই দুজনই রয়েছেন নতুন প্লেয়ার।
হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল। এই সিরিজের দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। দুই ম্যাচে তার পারফর্মেন্স ছিল ৩/২৮ এবং ১/৫৪। মাহমুদ এখনো পর্যন্ত ১৪টি ফাষ্ট ক্লাস ম্যাচ খেলেছে যেখানে শিকার করেছেন ৩৭ উইকেট।
আরেক অভিষিক্ত প্লেয়ার হচ্ছেন ইয়াসির আলী চৌধুরী যিনি ইতোমধ্য ৫১টি ফাষ্ট ক্লাস ম্যাচ খেলেছেন এবং করেছেন ৩৫৪২ রান।
সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা থাকলেও সেটা কাটিয়ে এই সিরিজের জন্য ঘোষিত দলে তিনি আছেন। তাইজুল, সাদমান, নাঈমও আছেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য নেই।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।