সার্জি রবার্তো আড়ালের হিরো |Sergio Roberto is the hero of the hideout | শুভ জন্মদিন সার্জি রবার্তো

সার্জি রবার্তো আড়ালের হিরো | Happy Birthday Sergio Roberto

বর্তমান সময়ের অন্যতম ওভাররেটেড প্লেয়ারদেড় মধ্যে একজন হলেন Sergio Roberto
যখন আমরা ম্যাচ দেখি তখন একদল প্লেয়ার সবসময় লাইম লাইটে থাকে যাদের আমরা ওয়াল্ড ক্লাস প্লেয়ার বলি, এরা সবসময়ই লাইমলাইটে থাকে তা পারফরম্যান্স করুক বা না করুক।
আবার একদল প্লেয়ার থাকে যারা পারফরম্যান্স করেও আড়ালে থেকে যায়, আমাদের খালিচোখের দৃষ্টিসীমা তাদের প্রখরতা তাদের ব্রিলিয়ান্স ধরতে যেয়েও ধরতে পারেনা, আবার কোনো সময় আমরা নিজে থেকেই তাদের মাহাত্ন্য ধরতে ও খুঁজতে যাইনা। সার্জিও বুস্কেটস হলেন এর সবচেয়ে বড় উদাহরণ। তারপরে যারা অবস্থান করবে তারা হলেন আয়াক্সের মাজরায়োই, লিভারপুলের ফ্যাবিনহো, বার্সালোনার রবার্তো প্রমুখ। বি.দ্রঃ আরো অনেকেই আছে এরকম।

Sergio Roberto


উপরে উল্লেখিত প্লেয়ারদের নিঃসন্দেহে ভালো প্লেয়ার ধরা হয়, তবে আমরা যারা ক্যাজুয়ালি খেলা দেখি তাদের চোখে এদের চেয়ে এদের টিমমেটরা বৃহৎ পরিষরে ধরা পড়ে। তবে একটু গভীরভাবে ম্যাচে মনোনিবেশ করলে ধরা পড়ে টিমে এদের বৃহৎ কন্ট্রিবিউশান। আপনি আয়াক্সের দিকে ডিপলি থাকালে দেখতে পাবেন জিয়েচ ম্যাজিকের সবচেয়ে বড় অবদান মাজরায়োইয়ের। লিভারপুল ম্যাচে গভীরভাবে থাকালে দেখতে পাবেন ফাবিনহো কিভাবে গ্লু হয়ে এটাক ও ডিফেন্সকে একত্রে বেধে রাখে। বার্সার দিকে ট্যাকটিকালি থাকালে দেখতে পাবেন টিমের ফ্রি ফ্লোয়িং এ রবার্তো কিভাবে টিমের শেপ বজায় রাখে। উপরে উল্লেখিত কন্ট্রিবিউশানগুলো খালি চোখে কখোনই ধরা পরবেনা, এসব দেখতে হলে ডিপলি থাকাতে হয় যা আমরা কখনোই পারিনা, তাই এরা আননোটিশড থেকে যায়, আড়ালে/আবডালে রয়ে যায়।
২৭ বছর বয়সী সার্জি রবার্তো একজন লা মাসিয়ান প্রোডাক্ট। সে এমন একজন হাইলি ভার্সেটাইল প্লেয়ার যে একাধারে ফুলব্যাক, সেন্ট্রাল মিডফিল্ডার, উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। তার এই অনন্য ভার্সেটালিটি তাকে ইউনিক করে রেখেছে। শুধুমাত্র ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেনা সে, ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সাথে সাথে টিমে ভিন্ন ভিন্ন ডাইমেনশন যোগ করতে তার জুড়ি নেই।
রবার্তোর ন্যাচারাল পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড। লুইস এনরিকের সময়ে কোচ এনরিকে তাকে ফুলব্যাকে রুপায়ন করেন। অন্যান্য লা মাসিয়ানদের মত তিনিও টেকনিকে ভরপুর ছিলেন সাথে ভালো পজিশনিং সেন্স তাকে একটু আলাদা করে রেখেছে। একজন ফুলব্যাক হিসাবে ডিফেন্ডিং এ তার ল্যাকিংস থাকলেও এটাকিং কন্ট্রিবিউশান দিয়ে সবসময় তা পূরণ করে দেয়ার চেষ্টা করেন তিনি।
টিমের শেপ বজায় রাখতে রবার্তোর কন্ট্রিবিউশানঃ
বার্সালোনায় ফুলব্যাক হিসাবে খেলার সময় সার্জি রবার্তো আরেক ফুলব্যাক জর্ডি আলবার মতো এত উপরে থাকেনা, কিন্তু বুস্কেটস লাইনের উপরে থাকে। এই পজিশনিং এ বার্সার সবচেয়ে উপকার হয় যখন বার্সা পজেশন হারায়। এই পজিশনিং এ অপনেন্ট যখন কাউন্টার এটাকে আসার চেষ্টা করে তখন বুস্কেটস বা অন্য মিডফিল্ডার আলবার রেখে যাওয়া লেফট ফ্লাংক কভার করতে পারে। এর ফলে মিডিলে স্পেস ক্রিয়েট হয় যা রবার্তো এসে পূরণ করে দেয়। তাৎক্ষণিক মিডে স্পেস কমিয়ে দেয়ায় অপনেন্টের কাউন্টার একটু বিলম্বিত হয়ে ফলে অন্যান্য বার্সা প্লেয়ার মিডে চলে আসে এবং তাদের উপস্থিতিতে রবার্তো ট্র্যাকে ব্যাক করে এবং টিমের শেইপ বজায় রাখতে সাহায্য করে।
এটাকের সময় ফাইনাল থার্ডে রবার্তো গুরুত্বপূর্ণ রোল পালন করে যখন মেসি রাইট উইঙ্গার থাকে। নিজের সর্বোচ্চটা দিতে, দলের স্বার্থে বলকে সামনে ক্যারি করতে মেসি যখন মিডফিল্ডে চলে আসে রবার্তো তখন রবার্তো রাইট উইং দিয়ে উপরে উঠতে থাকে। রবার্তো উপরে চলে আসায় রাইট উইং ফাঁকা থাকেনা। এইটা খুবই চ্যালেঞ্জিং রোল কারণ পজিশনিং সেন্স খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এতে। এই রোলে কখন উপরে উঠতে হবে, কখন নিচে থাকতে হবে, কখন মেসির জন্য স্পেস ক্রিয়েট করতে হবে এসব নির্ণয়ে তুখোড় পজিশনিং সেন্সের সাথে তুখোড় ইনডিভিজুয়াল ব্রিলিয়ান্সের অধিকারী হতে হয়।
ভার্সেটালিটি গুণের সাথে ওর আরেকটি গুণ হচ্ছে সে এক পজিশনের স্কিলদ্বয় অন্য পজিশনেও ব্যবহার করতে পারে। রবার্তো ভালো হেডার না হয়েও যেভাবে এই ডিফাকাল্টি ওভারকাম করে তা প্রশংসনীয়। ডিফেন্ডিং কোয়ালিটি খারাপ হওয়ার কারণে রবার্তো তার সামনের স্পেস মিডফিল্ডার হিসাবে দেখে, সামনের স্পেস কভার করার জন্য সে মিডফিল্ডারের মত যত দ্রত সম্ভব ইন্টারসেপট করতে শুরু করে।
ভার্সেটালিটি ও অসাধারণ মানিয়ে নেয়ার ক্ষমতা তার বড় শক্তির জায়গা। মিডফিল্ডার হিসাবেও যখন সে খেলে তখন তার ডিফেন্সিভ কোয়ালিটির কারণে সে কিছু চমৎকার রিকোভারি করতে সক্ষম হয়। মিডফিল্ডার হিসাবে খেলার সময় তার ডিফেন্সিভ কোয়ালিটির কারণে সহজে ডিসপসেজড হয়না রবার্তো। বিগতে বছরে তার পজিশন চেঞ্জ, প্লেয়িং রোল এমনভাবে চেঞ্জ হয়েছে যে এখন রবার্তো মাঠের সিবি, গোলকিপার ও স্ট্রাইকার ছাড়া সব পজিশনে খেলতে সক্ষম হবে।
সার্জি বার্সার অন্যান্য বড় পার্সোনালিটির প্লেয়ার না হলেও সে একজন অসাধারণ প্লেয়ার,একজন পূর্ণাঙ্গ টিম প্লেয়ার। মেসির বেস্টটা বের করে আনে রবার্তো, যা রবার্তোর নিজের বিশাল অর্জন। বার্সার হয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পার্ট প্লে করা রবার্তোর অনুপস্থিতিতে দলে তার অবদান কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায়।
এখন লাইমলাইটে থাকুন বা না থাকুন, এখন ম্যাচে আননোটিশড থাকলেও ক্যারিয়ার শেষে রবার্তো ক্লাব লিজেন্ড হিসাবে থাকবেন বার্সার প্রতি তার উদ্যম, ট্যালেন্ট, সক্ষমতা, ডেটারমিনেশন, প্যাশন ও কন্ট্রিবিউশানের জন্য।
শুভ জন্মদিন সার্জি রবার্তো 💙❤

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post