অবশেষে রেহাই পেলেন সালমান খান | Salman Khan was finally released






"Black Buck Poaching" এর কেসে অবশেষে রেহাই পেলেন সালমান খান। গতকাল ভিডিও কনফারেন্সে ভুল প্রমাণ প্রদানের জন্য কোর্টে ক্ষমা চান তিনি। কারন ২০০৩ সালে তিনি বলেছিলেন যে লাইসেন্স করা আর্মস হারিয়ে গেছে। পরবর্তীতে কেস তার বিরুদ্ধে আরো জোরদার হয় এবং তাকে ৫ বছরের সাজাও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সালমান চ্যালেঞ্জ করেন যে তার আগে দেওয়া প্রমাণটি ভুল ছিলো। তার কথার সত্যতা যাচাই করার পর আদালত তাকে এই কেস থেকে রেহাই দেয়।😍 উল্লেখ্য ১৯৯৮ সালে একটি ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি দূর্লভ প্রজাতির হরিণ শিকার করেন সালমান খান। এরপর তার নামে কেস হয়। অবশেষে দীর্ঘ ২৩ বছর ধরে পেন্ডিং থাকা কেসের রায় হলো আজকে।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post