চিয়ান বিক্রম এর অভিনয় দক্ষতায় বরাবরই ক্রিটিকস রা প্রশংসায় পঞ্চমুখ। তার ফলস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য পুরষ্কার-
ন্যাশনাল এওয়ার্ড -শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কলিউডে MGR এবং কমল হাসানের পর ৩য় অভিনেতা হিসেবে বিক্রম ন্যাশনাল এওয়ার্ড জয় করেন। 'পিথামাগান' মুভির জন্য ২০০৩ সালে এই পুরষ্কার জয় করেন তিনি।
ফিল্মফেয়ার এওয়ার্ডঃ ৭বার
১. সেথু (১৯৯৯)
২.কাসি( ২০০১)
৩.পিথামাগান (২০০৩)
৪.আন্নিয়ান(২০০৫)
৫.রাভানান(২০১০)
৬.দেইভা থিরুমাগাল(২০১১)
৭.আই(২০০৫)
এছাড়াও তিনি তামলনাড়ু স্টেট ফিল্ম এওয়ার্ড, এশিয়ানেট ফিল্ম এওয়ার্ড, ভিকাটান এওয়ার্ড, ইন্টারন্যাশনাল তামিল ফিল্ম এওয়ার্ড,বিজয় এওয়ার্ড,সিনেমা এক্সপ্রেস এওয়ার্ড, এডিসন এওয়ার্ডসহ অসংখ্য এওয়ার্ড পেয়েছেন।
অর্জন শুধু সিনেমাতেই না, তার ঝুলিতে Honorary doctorate degree ও আছে। পিএইচডি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ মিলান থেকে।
খুব সম্ভবত কলিউডে কমল হাসানের পর তিনিই সর্বোচ্চ সংখ্যক এওয়ার্ডপ্রাপ্ত অভিনেতা। আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা উনি। অভিনয় দেখে বারবার ই মুগ্ধ হই। অনেক শুভকামনা রইলো ভার্সেটাইল অভিনেতার জন্য।