‘বোল্ড’ ফটোশুটে প্রিয়াঙ্কা |Priyanka in 'Bold' photoshoot

‘বোল্ড’ ফটোশুটে প্রিয়াঙ্কা
সম্প্রতি একটি ফটোশুটে নিজেকে নতুন করে উপস্থাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কালো রঙের টু-পিসে প্রিয়াঙ্কা যখন ফটোশুট করেন, তার সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ইংরেজি ‘বোল্ড’ শব্দটিই এই ধরনের ছবির জন্য মানানসই। 
প্রিয়াঙ্কার বোল্ড ফটোশুট দেখে তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন। যেখানে প্রিয়াঙ্কা জানান, নিক জোনাসের সঙ্গে তিনি যখন গাঁটছড়া বাঁধেন, সেই সময় তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী স্থির হয়- কাজের জন্য নিক, প্রিয়াঙ্কা দুজনই ব্যস্ত থাকবেন। হাজার ব্যস্ততার মাঝেও তারা একে অপরের সঙ্গে দেখা করবেন প্রতি মাসে। পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুন না কেন, মাসে একবার একে অপরের কাছে আসবেন এবং সময় কাটাবেন বলে স্থির করেন। 

সেই অনুযায়ী, হাজার ব্যস্ততা সত্ত্বেও, প্রত্যেক মাসে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া নিজেদের মতো করে সময় কাটান। প্রিয়াঙ্কার ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।    

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post