পাবনার সুজানগরে ঘুমের ও’ষু’ধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢে’লে দেয়ার অ’ভিযো’গ উঠেছে স্ত্রীর বি’রু’দ্ধে। পারিবারিক ক’ল’হের জে’র ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। রোববার (৩১ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, এ বিষয়ে থানায় একটি অ’ভিযো’গ দেয়া হয়েছে।
অ’ভিযু’ক্ত শামীমা আক্তার উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের আবদুস ছাত্তার মোল্লার মেয়ে। অন্যদিকে আ’হ’ত সালমান শেখ একই উপজেরার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা অ’ভিযো’গে’র বরাত দিয়ে জানান, তিন বছর আগে সালমান শেখের সাথে শামীমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দা’ম্প’ত্য ক’ল’হ চলছিল।
এর মধ্যে সালমান গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। পরদিন তাদের মধ্যে ঝ’গ’ড়া লাগে। এর জে’র ধরে স্ত্রী শামীমা ভ’য়’ঙ্ক’র পরিকল্পনা করেন। রাতে দুধের সঙ্গে ঘু’মের ও’ষু’ধ মিশিয়ে স্বামী সালমানকে খাওয়ান। তিনি ঘুমে অ’চে’ত’ন হয়ে পড়লে তার মুখে ও শরীরে গ’র’ম পানি ঢে’লে দেন স্ত্রী শামীমা।
পরে তার চি’ৎ’কা’রে বাড়ির লোকজন সালমানকে উ’দ্ধা’র করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে সালমানের স্ত্রী পা’লি’য়ে বাবার বাড়ি চলে যান। তিনি আরও বলেন, সালমানের শরীর ও মুখের বিভিন্ন অংশ ঝ’ল’সে গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ ত’দ’ন্ত করছে। তদ’ন্ত শেষে আইনা’নুগ ব্যব’স্থা গ্রহণ করা হবে।