আগামী জুনে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ডেভিড আলভার। এর অর্থ দাড়াচ্ছে যে, জুনের পর অর্থাৎ আগামী মৌসুমে আলভাকে খেলতে দেখা যাবে অন্য কোন ক্লাবে।
কিন্তু কোন ক্লাবে দেখা যাবে আলভাকে? অনেকগুলো ক্লাবই তাকে পেতে আগ্রহী। রিয়াল মাদ্রিদ, বার্সালোনা, পিএসজি, লিভারপুলের নামও শোনা যাচ্ছে। তারমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে নাকি আলভার চুক্তিও হয়ে গেছে এমনটা প্রকাশ হয়েছিল বিভিন্ন গনমাধ্যমে।
এরমধ্যেই বায়ার্ন সভাপতি রুমিনেগ কথা বললেন আলভাকে নিয়ে। জানালেন, রিয়াল মাদ্রিদে খেলতে চান আলভা।
রুমিনেগ বলেন, “৯৯.৯৯ শতাংশ নিশ্চিত সে মৌসুম শেষে বায়ার্ন ছাড়বে। ২ জানুয়ারী থেকে সে যেকোন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবে। আমি জানিনা সে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোন চুক্তি করেছে কিনা। রিয়াল মাদ্রিদ গ্রেট ক্লাব এবং আমি বুঝতে পারছি তার সেখানে আগ্রহ আছে।
“রিয়াল মাদ্রিদ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আলভাও তেমন কিছু বলেছি। এটা কোন ব্যাপার নয় যে রিয়াল মাদ্রিদ কঠিন সময় অতিবাহিত করছে। তারা এই বছর সফল নয় অন্যান্য বছরের মত। তারা এখনো গ্রেট ক্লাব এবং আপনাকে বুঝতে হবে প্লেয়ারদের সেখানে খেলার ইচ্ছা আছে।”