ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি




বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বামী হত্যার দায় স্বীকার করেছেন দ্বিতীয় স্ত্রী রেনু বেগম।

আজ বোরবার বিকেলে সুনামগঞ্জ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী জগন্নাথপুর জোন এর বিচারক শুভ দীপ  পালের আদালতে ১৬৪ ধারায় গ্রেফতারকৃত স্ত্রী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই)  বলেন, পারিবারিক বিরোধের কারণেই বৃদ্ধ স্বামী আলেক মিয়া (৫০) কে হত্যা করা হয়েছে।

তিনি জানান, ঘটনার রাতে স্বামী সঙ্গে দ্বিতীয় স্ত্রীর ঝুগড়া বাঁধে। স্বামী তাকে গালিগালাছ এবং মারধর করায়    ক্ষোভে ঘুমন্তঘুমন্ত অবস্থায় স্বামীর মাথায় কাটের টুকরো দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত হওয়ার পর স্ত্রী ভোররাতে ঘর থেকে  পালিয়ে যায়। আদালতে এমন স্বীকাররোক্তি দিয়েছেলে স্ত্রী রেনু বেগম। পরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

 প্রসঙ্গত, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া (৫০) তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না টেকুয়া গ্রামের মৃত আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগম (৩৫) কে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী ও তিন মেয়ে দুই ছেলের সংসারে আলাদা ঘরে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গত শুক্রবার রাতে নিজ শয়নকক্ষে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান তিনি। শনিবার সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় পড়ে আছেন আর ঘরে নেই স্ত্রী। আলেক মিয়ার মাথায় আঘাতও রক্তের দাগ ছিল । মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তাঁর সন্তানরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় অভিযান চালিয়ে পুলিশ শনিবার রাতে উপজেলার স্বজশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আলেক মিয়ার মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে তার সৎ মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জগন্নাথপুর থানায়।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post