চেয়ারে বসা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

ফাইল ছবি

নাটোরে চেয়ারে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কম্বল বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই এলাকায় কম্বল বিতরণ করতে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর উভয় পক্ষ লাঠি-সোটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পরিল্পিতভাবে তার সমর্থকদের পাঁচটি বাড়ি-ঘরে হামলা করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, মামুন সমর্থকরাই তার কর্মীদের উপর হামলা করেছে। তার কোন কর্মী কারো বাড়িঘরে হামলা করেনি বলেও জানান তিনি।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post