নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ইরাকে জন্ম নেওয়া এ অভিনেত্রী অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন
এবার নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন মুনমুন। ওমর ফারুক ফারহানের কথায় ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জীবন ওয়াসিফের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। বুধবার (২৭ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ হয়েছে মুনমুনের গাওয়া গানটির ভিডিও।
গানের কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন মুনমুন। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি হয়েছে। প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দর্শকদের যদি ভালো লাগে আরও গাওয়ার আশা রাখছি। নতুন বছরের নতুন গানে কণ্ঠ দিলাম। আমি গায়িকা নই, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।’
মুনমুনের গাওয়া গানের ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। জাকারিয়া আহমেদ লিখেছেন, ‘বাহ কণ্ঠ তো ভালোই।’ তার নীচে একজন লিখেছেন, ‘খুব ভালো লাগল। শুভ কামনা।’ শাকিল নামে একজন লিখেছেন, ‘আসাধারণ আমার মনটা ভরে গেল।’
গানের কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন মুনমুন। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি হয়েছে। প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দর্শকদের যদি ভালো লাগে আরও গাওয়ার আশা রাখছি। নতুন বছরের নতুন গানে কণ্ঠ দিলাম। আমি গায়িকা নই, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।’
মুনমুনের গাওয়া গানের ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। জাকারিয়া আহমেদ লিখেছেন, ‘বাহ কণ্ঠ তো ভালোই।’ তার নীচে একজন লিখেছেন, ‘খুব ভালো লাগল। শুভ কামনা।’ শাকিল নামে একজন লিখেছেন, ‘আসাধারণ আমার মনটা ভরে গেল।’
মুনমুনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘শক্তির লড়াই’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে শাকিব খানের বিপরীতে প্রায় ১৪টি সিনেমায় কাজ করেছেন মুনমুন। আলোচিত এ অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে- নিষিদ্ধ নারী, মৃত্যুর মুখে, রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার ইত্যাদি উল্লেখযোগ্য।