বেচারা পেলে! ভেবেছিলেন, কেউ তাঁর গোলের রেকর্ড ভাঙতে পারবে না। কিন্তু পরিসংখ্যান তো কল্পনাবিলাসী না! হিসাব–নিকাশে সংখ্যাও মিথ্যা বলে না।
পেলের তা অজানা না থাকলেও এত বছর ধরে আগলে রাখা রেকর্ড হাতছাড়া করতে কারই–বা ভালো লাগে!
তাই চলতি মৌসুমে লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো মিলে যখন ব্রাজিলিয়ান কিংবদন্তির মাইলফলক টেনে নামাচ্ছিলেন, পেলের তখন একপ্রকার সংকটে পড়াই স্বাভাবিক। হাজার হোক পেলেও তো রক্ত–মাংসের মানুষ! আর মানুষমাত্রই ‘সেরা’ হতে চায়।
তাই ওসব সংখ্যা–টংখ্যার ধার ধারেননি তিনবার বিশ্বকাপজয়ী। রোনালদো তাঁর সর্বোচ্চ গোলের (পরিসংখ্যানমতে) রেকর্ড ভাঙার পর পেলে আর একমুহূর্ত দেরি করেননি (সংবাদমাধ্যমের ভাষ্য)। সংকট কাটাতে, মানুষের আস্থা (!) ধরে রাখতে ইনস্টাগ্রামে ‘বায়ো’তে পেলে লেখেন, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৮৩)।