অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন লুকা জোভিচ। কিন্তু আবারো ফিরে যাচ্ছে নিজের পুরোনো ক্লাবে।
রিয়াল মাদ্রিদের সার্বিয়ান স্ট্রাইকার লুকা জোভিচ তার সাবেক ক্লাব এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েছেন। লোনে জার্মান ক্লাবটির হয়ে ৬ মাস খেলবেন জোভিচ। আজই রিয়াল মাদ্রিদ অফিশিয়ালি এই তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল জার্মানিতে মেডিকেল হওয়ার কথা জোভিচের।
চুক্তি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ লুকা জোভিচের ৮০% বেতন বহন করবে। আর ফ্রাঙ্কফ্রুর্ট বাকী ২০% বহন করবে। ২০২১ সালে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোজে লুকা জোভিচ আবার রিয়াল মাদ্রিদে যোগদান করবে। এই চুক্তিতে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্ট চাইলেও লুকা জোভিচকে পার্মানেন্ট সাইন করার কোনও সুযোগ পাবে না। মূলত একাদশে সুযোগ না পেয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতেই কোচ জিনেদিন জিদানের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ ম্যানেজমেন্ট।
থেকে লুকা জোভিচকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সেই বছর বুন্দেস লীগায় ৩২ ম্যাচে ১৭ গোল ও ৬ এসিস্ট করেন সার্বিয়ান এই স্ট্রাইকার। ইউরোপা লীগেও করেছিলেন ১৪ ম্যাচে ১০ গোল ও ১ এসিস্ট। জার্মান বুন্দেস লীগায় ডুসেলডর্ফের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করে সেবার ইউরোপে জায়ান্ট ক্লাবগুলোর নজরে বেশি পড়েন। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে পথচলা শুভ হয়নি জোভিচের। ইঞ্জুরি, ফর্মহীনতা ও করিম বেনজেমার অবিশ্বাস্য ফর্মে মৌসুমের বেশিরভাগ সময় বেঞ্চেই কাটিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে সবমিলিয়ে ৩২ ম্যাচে মাত্র ২ গোল ও ২ এসিস্ট করেন। তাই মাত্র মাত্র ১৮ মাসের ব্যবধানে আবারও নিজের সাবেক ক্লাবে ফিরে যেতে হল সার্বিয়ান স্ট্রাইকারকে।