সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না : আজহারী

সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না : আজহারী

আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (ﷺ) ইরশাদ করেন:

আল্লাহ তা’আলা সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর শীতল আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন তাঁর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না; তারা হলঃ
১- ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রনায়ক,

২- সেই যুবক যে তার যৌবনকে আল্লাহ তা’আলার ইবাদতে কাটিয়েছে,

৩- সেই ব্যক্তি যার অন্তর মসজিদের প্রতি সদা আকৃষ্ট থাকে,

৪- সেই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে; যারা এই ভালবাসার উপর একত্রিত হয় এবং এই ভালবাসায় অটুট থেকেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়।

৫- সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী অবৈধ সম্পর্কের আহ্বান জানায়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং বলে “আমি আল্লাহকে ভয় করি" 
সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না : আজহারী

৬- সেই ব্যক্তি যে গোপনে দান করে; এতটাই গোপনে যে, তার ডান হাত যা দান করে তার বাম হাত পর্যন্তও সেটা জানতে পারে না,

৭- আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়।
[সহিহ বুখারি]


Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post