এমবাপ্পেকে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে রিয়াল

from: facebook




২০২২ সালেই পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তি শেষ হয়ে যাবে। তাই এর আগেই পিএসজি চাচ্ছে এই প্লেয়ারের সঙ্গে নতুন চুক্তি করতে। কেননা যদি এই সময়ের মধ্যে চুক্তি না করে তাহলে ২০২২ সালের পর এমবাপ্পেকে ফ্রিতে বিক্রি করতে হবে।

এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল  Paris Saint-Germain

 তাই এত দাম দিয়ে কেনা তারকাকে ফ্রিতে ছাড়তে নারাজ ক্লাবটি। সেটা হলে অনেক ক্ষতির মুখে পরবে তারা।

তাই সেই ক্ষতি এড়াতে এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করছে তারা। কিন্তু যদি শেষ পর্যন্ত চুক্তি করতে না পারে তাহলে এই মৌসুম শেষেই তাকে বিক্রি করে দিবে পিএসজি। সেই সুযোগটাই নিতে চায় রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ গনমাধ্যম এএস জানিয়েছেন, এমবাপ্পেকে কেনার পরিকল্পনা করছে রিয়াল। আগামী মৌসুমে তাকে কিনতে চায় ক্লাবটি। রিয়াল মাদ্রিদ মনে করছে ১৫০ মিলিয়ন ইউরো দিয়েই এমবাপ্পেকে কিনতে পারবে।

করোনার এই সময়ে ১৫০ মিলিয়ন মানেই চোখ আকাশে তোলার মত অংক। তাই এই টাকা ইনকামের জন্য গ্যারেথ বেল, মার্সেলো, ইসকো, জোভিক, সেবায়েস এবং ব্রাহীম দিয়াজকে একেবারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post