মেসিকে ছেড়ে না দিয়ে ভুল করেছে বার্সা: রিভালদো | Barsa made mistakes not leaving Messi: Rivaldo

মেসিকে ছেড়ে না দিয়ে ভুল করেছে বার্সা: রিভালদো

বার্সেলোনা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি- এমন খবরে গতবছর উত্তাল ছিল ফুটবল অঙ্গন।  

স্প্যানিশ সব দৈনিকের শিরোনাম ছিল- ন্যুক্যাম্প ছেড়ে সাবেক গুরু পেপ গার্দিওয়ালার কাছে চলে যাচ্ছেন মেসি।

যদিও মেসিকে ট্রান্সফার ফির ফাঁদে ফেলে সেসব খবরকে আর বাস্তবে রূপ দেয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ।  

তবে বার্সার সাবেক তারকা ও কিংবদন্তি মিডফিল্ডার রিভালদোর মতে, সে সময় মেসিকে ছেড়ে না দিয়ে বড় ভুল করেছে বার্সেলোনা। 

এমন মন্তব্যের পেছনে অর্থনৈতিক প্রসঙ্গ টেনে আনেন রিভালদো।

সম্প্রতি বেটফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে রিভালদো বলেন, মহামারীর আগেও আর্থিক দিক থেকে ভালো অবস্থায় ছিল না বার্সেলোনা। সেই সময় মেসি চুক্তির মধ্যে ছিল। অর্থাৎ ২০২০-২১ মৌসুমে যদি মেসি অন্য কোনো ক্লাবে যেত, তা হলে তার থেকে পুরো ৭০০ মিলিয়ন ইউরো পেত বার্সা। কিন্তু ২০২১-২২ মৌসুমে বিনা পয়সায় বার্সা ছাড়তে পারবে মেসি। কারণ নতুন মৌসুমের শুরুতে সে ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে যাবে। বিনা ট্রান্সফার ফিতেই যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে। কিন্তু বর্তমানে যে অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা, তাতে এমন দামি খেলোয়াড়কে বিনা পয়সায় ছেড়ে দেওয়াটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাদের। 

ব্রাজিলিয়ান এ সুপারস্টার আরও বলেন, ‘এটা আমি আগেও বলেছি- মেসি যখন চুক্তির মধ্যে ছিল, তখন তাকে বিক্রি না করা বার্সেলোনার ভুল সিদ্ধান্ত ছিল। যেমনটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেলায় করেছে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোকে বিক্রি করে ১০০ মিলিয়ন ইউরো পেয়েছিল ওরা। আর আমার মনে হয়, মেসি অবশ্যই চলে যাবে। সে ক্ষেত্রে বার্সা একটি পয়সাও পাচ্ছে না।’

প্রসঙ্গত গত আগস্টে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে এক যুগের মধ্যে প্রথম শিরোপাশূন্য মৌসুম শেষ করে বার্সেলোনা। এর কদিন পর চুক্তির একটি ধারা কার্যকর করে বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে চেয়েছিলেন মেসি। 

বার্সেলোনার পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নির্দিষ্ট ওই ধারা কার্যকর করার সময় শেষ হয়ে গেছে আগেই। তাই তাকে অবশ্যই চুক্তির মেয়াদ শেষ করতে হবে, নয়তো দিতে হবে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো। দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় মেসির সামনে শেষ পর্যন্ত আদালতে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি তিনি, তাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তথ্যসূত্র: মার্কা, ফুটবল ইস্পানা
 

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post