চৌমুহনী পৌরসভা: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা-ভাঙচুর | Attack on independent candidate's election campaign

চৌমুহনী পৌরসভা: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা-ভাঙচুর


চৌমুহনী পৌরসভা: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা-ভাঙচুর


নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার সকালে চৌমুনী পৌরসভার ৭নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা গাজী আমানউল্লা মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারে যাই। এ সময় হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ পেছন থেকে আমাদের ওপর আক্রমণ করে।

এ সময় আমাদের একজন নারী কর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং আমাকেসহ ৭-৮ জনকে শারীরিকভাবে হেনস্তা করে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা রাস্তায় এসে প্রতিবাদ মিছিল বের করেন। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সাল বলেন, তার কোনো কর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। মোবাইল ফোন প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীরা আগের রাতের টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি করেছে।

তিনি বলেন, যখন এ ঘটনা ঘটে, তখন সেখানে নৌকার কোনো নেতাকর্মী ছিলেন না। তিনি অযথা নির্বাচন পরিস্থিতি উতপ্ত না করার জন্য সবার প্রতি আবেদন করেছেন।

Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post