‘বিমান ভাড়া’ কমাতে চার তরুণের ৩০ কেজি কমলা ভক্ষণ | 4 young men eat 30 kg of orange to reduce 'air rent'

‘বিমান ভাড়া’ কমাতে চার তরুণের ৩০ কেজি কমলা ভক্ষণ | 4 young men eat 30 kg of orange to reduce 'air rent'

বিমানে ভ্রমণ করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে রয়েছে নির্দিষ্ট মাত্রায় মালপত্র বহন করা। বিমান সংস্থা থেকে ঠিক যতটুকু ওজনের মালপত্র নিতে বলা হয়, ততটাই নিতে হবে। এর থেকে বেশি হলেই আপনাকে গুণতে হবে বেশি টাকা। এবার সেই সমস্যার মধ্যে পড়লেন চার চীনা তরুণ।

‘বিমান ভাড়া’ কমাতে চার তরুণের ৩০ কেজি কমলা ভক্ষণ



তবে বেশি ভাড়া তারা দিলেন না। উল্টে বিমানবন্দরে বসে নিজেদের মালপত্রের ওজন কমিয়ে ফেললেন মাত্র আধ ঘণ্টায়! খেয়ে ফেললেন ৩০ কেজি কমলালেবু।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের ইউনান প্রদেশে। মালপত্রের সঙ্গে ছিল একটি বাক্স, যাতে ছিল অনেকগুলো কমলালেবু। সেই লেবুর ভার হয়েছিল ৩০ কেজি। এটাই ছিল তাদের মালপত্রের মধ্যে বাড়তি। যার জন্য বিমানে দিতে হতো অতিরিক্ত ভাড়া। ফলে সিদ্ধান্ত নেন লাগেজের ওজন কমানোর। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক কমলালেবু খাওয়া। মাত্র আধ ঘণ্টায় তারা খেয়ে ফেলেন ৩০ কেজি লেবু। যা দেখে সকলে অবাক হয়ে যান।

ওই তরুণদের মধ্যে একজনের নাম ওয়াং। তিনি জানান যে, পুরো লেবু শেষ করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। তবে পরে তাদের শারীরিক সমস্যা শুরু হয়। মুখে আলসার হয়ে যায় এবং কমলালেবুর প্রতি অরুচিও।

বিমানবন্দরে কমলালেবু খাওয়ার ভিডিওটি চীনে খুবই ভাইরাল হয়েছে। অনেকে এতে বেশ মজা পেয়েছেন। অনেকে আবার বিরক্তও হয়েছেন এই ধরনের বাড়াবাড়ি ঘটনায়।

সূত্র: সংবাদ প্রতিদিন
Author

ask

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post